মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের সড়ক অবরোধকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার দাবি করেছে আন্দোলনকারীরা। এছাড়াও ১২ জনকে আটকের কথা নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার (৫ মে) দুপুর ২টা পর্যন্ত বিক্ষিপ্ত ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এর আগে সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত।
মুরাদপুর, বিবির হাট, ষোল শহর জামেয়া আহম্মাদীয়া মাদ্রাসা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ ট্রিয়ারসেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপে করে।
উল্লেখ্য, মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। বেলা ১১টার দিকে পুলিশ বাধা দিলে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।









