নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছেন বিজেপি নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন পর্যন্ত প্রকাশিত ৪১৮টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ এর প্রাপ্ত আসন সংখ্যা ২৩৪টি।
মঙ্গলবার (৪ জুন) হিন্দুস্তান টাইম সূত্রে দেশটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে নরেন্দ্র মোদির বিজেপি। তবে জোটগতভাবে সরকার গঠনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দলটির নেতৃত্বাধীন এনডিএ।
এনডিএ এর প্রতিপক্ষ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট এর প্রাপ্ত আসন সংখ্যা ১৬৮টি।
তবে এবারের নির্বাচনের ফল যে কেমন হচ্ছে তা ভারতীয় সময় দুপুরের পর থেকে স্পষ্ট হতে থাকে। যদিও কয়েকটি আসনে ভোটের ফলাফল আসতে বেশ বিলম্ববিত হচ্ছে।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট: ২৩৪
বিজেপি- ২০৭
তেলেগু দেশম পার্টি (টিডিপি)-৫
জনতা দল (ইউনাইটেড)-৬
এছাড়াও অন্যান্য দল পেয়েছে ১৬টি আসন। তবে আরও বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ।
বিরোধী ইনডিয়া জোট: ১৬৯
কংগ্রেস- ৮০
সমাজবাদী পার্টি-৩০
তৃণমূল কংগ্রেস-২৫
দ্রাবিড় মুনেত্রা কাজগাম (ডিএমকে)-৬
এছাড়া ইনডিয়া জোট এর অন্যান্য দল পেয়েছে ২৮টি আসন।
নির্বাচনে উত্তর প্রদেশের বারাণসী থেকে জিতলেন নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬ লাখ ১২ হাজার ১৭০। ওই আসনে তার বিপরীতে লড়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা অজয় রাই। মোদি তাকে এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটে পরাজিত করেছেন। রাই পেয়েছেন ৪৬০৪৫৭ ভোট।
এছাড়া বিজেপি নেতা অমিত শাহ প্রায় সাড়ে ৭ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। গুজরাটের গান্ধীনগর আসনে তিনি ভোট পেয়েছেন ১০ লাখ ১০ হাজার ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রামানভাই প্যাটেল পেয়েছেন দুই লাখ ৬৬ হাজার ২৫৬ ভোট।
আর কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গতবার আমেথিতে হারলেও এবার লড়াই করা দুই আসনেই জয় পেয়েছেন৷ এর মধ্যে দক্ষিণে ওয়ানাড়ে তিন লাখ ৬৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন৷ অন্যদিতে উত্তরের আসন রায় বারেলিতে জয় পেয়েছেন তিন লাখ ৮৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে৷
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা এর এক প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন যে তিনি পরবর্তী সরকার গঠন করবেন যদিও তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এক দশক পর সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রকাশিত বার্তায় মোদি বলেন, টানা তৃতীয়বারের মতো (ভারতের) জনগণ এনডিএ’র উপর আস্থা রেখেছে! ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক কীর্তি।
ভোট দিয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। আশ্বাস দিয়েছেন, জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে বিগত ১০ বছরের মতো সামনের বছরগুলোতেও ভাল কাজ চালিয়ে যাবেন।
সরকার গঠন করলে জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি।









