২০১৯ সালে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠিত হয়েছিল ‘আগুন’ ছবির মহরত। বদিউল আলম খোকনের পরিচালনায় এ ছবির মূল আকর্ষণ ছিল সুপারস্টার শাকিব খান। নির্মাণের ৬ বছর পার হলেও এখনও মুক্তি পায়নি ‘আগুন’।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চাউর উঠেছে, আসন্ন কোরবানির ঈদে ‘আগুন’ মুক্তি পাবে! কিন্তু খোঁজ-খবর নিয়ে ঈদে মুক্তির খবরের সত্যতা মিললো না।
পরিচালক বলছেন, ছবির সম্পূর্ণ শুটিং শেষ। মুক্তির বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছুই জানেন না। মার্কেটিং টিম দেখভাল করছে।
বলিউড আলম খোকন বলেন, ‘আগুন’ অ্যাকশন সিনেমা, সেহেতু কোরবানি ঈদে হয়তো মুক্তির পরিকল্পনায় আছে। এর বেশি কিছু আমি কিছু জানি না। আমার কাজ সিনেমা তৈরি করা। এরপর আমার কোন কাজ নেই।
‘আগুন’ ছবির মার্কেটিং টিমের খোঁজ মেলেনি। এদিকে, ছবি সংশ্লিষ্ঠ একাধিক সূত্র বলছে, ‘আগুন’-এর দুটি গানের শুটিং বাকি এবং দুটি গানই ছবির গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া শাকিব খানের ডাবিং-ও বাকি। গান এবং ডাবিং ছাড়া এই সময়ে এসে মুক্তির প্রশ্নই আসে না।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানায়, শাকিব খান এর আগে একাধিকবার গানের শুটিংয়ের শিডিউল দিলেও ‘আগুন’ নির্মাণের সংশ্লিষ্ঠরা সেই সময়ে শুটিং শেষ করতে পারেননি। প্রযোজক নিখোঁজ থাকায় গানের অংশের শুটিংয়েও মোটা অংকের অর্থের যোগানও অনিশ্চিত!
বর্তমানে শাকিব খান তার নতুন নতুন ছবির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেন এবং লুক পরিবর্তন করেন। আগামীতে তার একাধিক ছবির ডেটও তৈরি হয়ে আছে! তাই এই মূহুর্তে তার ৬ বছর আগের ‘আগুন’ ছবির ছবির মুক্তি অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে।
ঢাকা, কক্সবাজারসহ দেশের কয়েকটি লোকেশনে ‘আগুন’ ছবির শুটিং হয়েছিল। শাকিব খান ছাড়াও ‘আগুন’ ছবিতে অভিনয় করেছেন জাহারা মিতু, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।









