কৃষিবিদদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার ২৮ আগস্ট আগারগাঁও এলাকায় ‘ব্লকেড’ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ২৮ আগস্ট সকাল ১০টা থেকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শুরু হয়েছে এ কর্মসূচি। এরআগে বুধবার রাতে এক আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদেও শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীদের দাবিসমূহ,
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা হোক।
- নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
- কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার সরকারি প্রজ্ঞাপন জারি করা হোক।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষিত হচ্ছে। তাদের দাবি মান্য না করলে আন্দোলন আরও জোরদার করা হবে।









