যুক্তরাষ্ট্রের আকাশে আরও একটি উড়ন্ত অজানা বস্তু দেখা গেছে। চলতি মাসে এ নিয়ে চতুর্থবারের মতো এ ধরনের বস্তু দেখা গেছে দেশটিতে। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে চতুর্থতম এই বস্তুটিকেও যুদ্ধবিমান দ্বারা ভূপাতিত করা হয়েছে।
রোববার বিকেলে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের হুরন লেকের কাছে ২০,০০০ ফুট উচ্চতায় রহস্যময় এই বস্তুটি ভূপাতিত করা হয়।
শনিবার সামরিক সাইট থেকে প্রথম বস্তুটিকে সনাক্ত করা হয়, যাকে প্রাথমিকভাবে সামরিক হুমকি হিসেবে গণ্য করা হয়নি।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, এটি ছিল মানবহীন এবং অষ্টভুজাকার আকৃতির। স্থানীয় সময় ২টা ৪২ মিনিটে একটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে গুলি করে বস্তুটিকে ভূপাতিত করা হয়।
এই মাসে উত্তর আমেরিকার আকাশে বারবার দেখা যাওয়া এ ধরনের রহস্যময় বস্তু সম্পর্কে আবারও প্রশ্ন তুলেছে।
চলতি মাসে উত্তর আমেরিকার আকাশে দেখা যাওয়া অজ্ঞাত উড়ন্ত বস্তুর সময়রেখা তুলে ধরা হল:
৪ ফেব্রুয়ারি
মার্কিন সামরিক বাহিনী সাউথ ক্যারোলিনার উপকূলে একটি সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুনকে গুলি করে, যা কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছিল।
১০ ফেব্রুয়ারি
যুক্তরাষ্ট্র উত্তর আলাস্কার আকাশে উড়তে থাকা ছোট গাড়ির আকৃতির অজনা একটি বস্তুকে ভূপাতিত করে। কর্মকর্তারা বলেন, বস্তুটিতে চালনা বা নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা ছিল না।
১১ ফেব্রুয়ারি
একটি আমেরিকান ফাইটার জেট মার্কিন সীমান্ত থেকে প্রায় ১০০ মাইল দূরে কানাডার ইউকন অঞ্চলের উপর একটি উড়ন্ত বস্তুতে গুলি করে। এটিকে নলাকার এবং প্রথম বেলুনের চেয়ে ছোট হিসাবে বর্ণনা করা হয়।
১২ ফেব্রুয়ারি
ইউএস ফাইটার জেট যুক্তরাষ্ট্রের হুরন লেকের কাছে ২০,০০০ ফুট উপরে উড়তে থাকা চতুর্থ বস্তুকে গুলি করে ভূপাতিত করেছে।







