ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। মুক্তির দুদিন আগে বৃহস্পতিবার (৫ জুন) অনুষ্ঠিত হলো এক জমকালো সংবাদ সম্মেলন।
যেখানে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান শিল্পী, কলাকুশলীসহ গণমাধ্যমকর্মীরা। ছিলেন সুপারস্টার শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন।
সংবাদ সম্মেলনের সবচেয়ে মনোযোগ কেড়েছে আফজাল হোসেনের বক্তব্য। তিনি বলেন, “শাকিব খান নামের একজন নায়ক, যিনি দুইশোর বেশী সিনেমায় অভিনয় করেছেন- এটা আমি জানতাম না। আমি শাকিব খানের প্রথম ছবি দেখি ‘শিকারি’। এরআগে টেলিভিশনে গান টান গাইলে এক ঝলক দেখতাম, দেখার আগ্রহ খুব একটা হওয়ার মতো ছিলো না। কিন্তু শিকারি দেখবার পর আগ্রহ নিয়ে শাকিবকে নিয়ে দেখতে বাধ্য হয়েছিলাম। এর কারণ, একটা মানুষের কতোটা অর্জন করার ক্ষমতা থাকলে দুইশো ছবি করার পর নিজেকে বদলানো যায়। তখনই মনে হয়েছিলো, সামনে আরো অনেক কিছু আছে। তার নমুনা গত কয়েক বছরে সবাই দেখেছেন।”
“স্টুডিওতে তাণ্ডবের কাজ করতে গিয়ে দুইশো ছবির অভিনেতাকে দেখা হলো। তাকে দেখছি কোনো মুহূর্তে, কোনো দিকে তার মন নেই- সংলাপ আর প্রতিটা দৃশ্যের জন্য নিজের সর্বোচ্চটা দিচ্ছিল। এটাইতো লক্ষ্মী ছেলে।”
তাণ্ডব নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও জানান আফজাল। “আমি প্রথমে এই ছবিতে কাজ করতে চাইনি। রাফী জোর করে করিয়েছেন। এখন বুঝি, কাজটা না করলে আমি একটা অসাধারণ অভিজ্ঞতা মিস করতাম। শুটিং সেটে দাঁড়িয়ে ভাবছিলাম, ‘এটা কি আমার দেশ?’—এই রকম প্রোডাকশন ভ্যালু বাংলাদেশে দেখা দুর্লভ।”
এসময় সিনেমাটি নিয়ে আফজাল হোসেন বলেন, “সংবাদ সম্মেলনে সবাইতো সিনেমা কতোটা বক্স অফিসে বাজিমাত করতে পারবে, সেটা নিয়ে কথা বলছেন; কিন্তু আমি মনে করি ‘তুমি আগের চেয়ে কতোটা শক্তিধর হয়ে মানুষের সামনে দাঁড়াতে পারলে’-এটা বেশী গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, ‘তাণ্ডব’- বাংলাদেশের চলচ্চিত্রে তাণ্ডব ঘটিয়ে দিবে। আমি এই ছবিতে অভিনয় করেছি বলে বলছি না, আমি এই ছবির নির্মাণ দেখেছি, এই ছবির শিল্পীদের অভিনয় আলাদা করে দেখেছি, চিত্রনাট্য আলাদা করে খেয়াল করেছি- তাই এটা বলছি। বাণিজ্যিক ছবি এতোটা দুর্দান্ত হতে পারে, এর আগে আমার এটা মনে হয়নি।”
রায়হান রাফী ও শাকিব খান জুটির এই নতুন প্রয়াস কতটা ‘তাণ্ডব’ ঘটায়, সেটা দেখার অপেক্ষায় এখন বাংলা সিনেমাপ্রেমীরা।









