এবারের ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ জুবায়ের ও সা‘দপন্থিদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা এবং বিশেষ পরিস্থিতি বিবেচনায় রমজান ও নির্বাচন পরবর্তী সময় ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপ আগে ইজতেমা করবে তা এখনও চূড়ান্ত হয়নি। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।









