সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। এর পাশাপাশি রাশিয়া ছেড়ে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।
এনডিটিভি জানিয়েছে, মস্কোতে নির্বাসিত জীবন নিয়ে আসমা অসন্তুষ্ট। তিনি রাশিয়ার আদালতে বিশেষ অনুমতি চেয়ে আবেদন করেছেন দেশ ছাড়ার জন্য। রাশিয়ান কর্তৃপক্ষ বর্তমানে তার আবেদন পর্যালোচনা করছে।
লন্ডনে ১৯৭৫ সালে জন্মগ্রহণ করা আসমা আল-আসাদ সিরিয়ান বংশোদ্ভূত এবং ব্রিটিশ-সিরিয়ান দ্বৈত নাগরিকত্বধারী। কিংস কলেজ লন্ডন থেকে কম্পিউটার বিজ্ঞান ও ফরাসি সাহিত্যে ডিগ্রি সম্পন্ন করে তিনি বিনিয়োগ ব্যাংকিংয়ে কাজ শুরু করেন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সঙ্গে বিয়ে হয় তার।
তাদের তিন সন্তান হাফেজ, জিন এবং কারিম। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসমা সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলে জানা গেছে।
বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আছেন। রাশিয়ান কর্তৃপক্ষ তার মস্কো ছাড়া নিষিদ্ধ করেছে এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি নেই। বাশারের ২৭০ কেজি স্বর্ণ, ২ বিলিয়ন ডলার এবং মস্কোতে ১৮টি সম্পত্তি রাশিয়ান কর্তৃপক্ষ জব্দ করেছে।
বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্টের পদ থেকে ক্ষমতাচ্যুত হন বাশার আল-আসাদ। সেইদিনেই সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। দেশটিতে পরিবারসহ রাজনৈতিক আশ্রয়ে তারা আছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়।









