রায়হান রাফীর ‘পরাণ’ দিয়ে দর্শকদের আস্থা অর্জন করেন শরিফুল রাজ। মুক্তির আগে ট্রেলারে তিনি যে সম্ভাবনা দেখিয়েছিলেন, গোটা সিনেমায় দর্শকদের সেই প্রত্যাশা ছাপিয়ে গেছেন!
গত ঈদে মুক্তির পরে পরিচালক রাফীর মুন্সিয়ানার পাশাপাশি সবখানে রাজের ভূয়সী প্রশংসা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, পর পর ‘পরাণ’ ও ‘হাওয়া’র বদৌলতে রাজ তার প্রজন্মের অন্যদের চেয়ে এগিয়ে গেছেন! এ কারণে পরিচালক-প্রযোজকরা নতুন নতুন ছবিতে রাজকে চাইছেন।
‘পরাণ’-এ মফঃস্বলের বখাটে প্রেমিক ও ‘হাওয়া’-তে নায়কোচিত ইমেজ থেকে বেরিয়ে ট্রলারের ইঞ্জিন চালকের চরিত্র দিয়ে রাজ তার অভিনয় ক্যারিশমায় মুগ্ধ করেছেন দর্শকদের। দর্শকরা বলছেন, অভিনয়ের ঠিকঠাক প্রয়োগই হচ্ছে রাজের সবচেয়ে প্লাস পয়েন্ট। এটাই অন্যদের চেয়ে এগিয়ে রাখছে তাকে। এই অভিনেতার পরের সিনেমা ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘দামাল’। ক’দিন আগে ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে একজন ফুটবলার হিসেবে দেখা যায় রাজকে।
ট্রেলারে অনেকের পাশাপাশি রাজের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়েছে সমালোচকদের! ট্রেলারে রাজের দেয়া বাইসাইকেল কিকটি চোখে ভাসছে দর্শকদের। পরিচালক রাফী চ্যানেল আই অনলাইনকে বলেন, দামালের চরিত্রটির জন্য রাজ প্রায় ৬মাস ধরে প্রস্তুতি নিয়েছেন। পরাণ-এ সে যে চরিত্রটি করে দামাল-এ সম্পূর্ণ আলাদা একজন হয়ে আসবে। দামাল-এ দর্শক তাকে আরও পছন্দ করবে।
যাকে নিয়ে ভেতরে ভেতরে এতো আলোচনা, সেই শরিফুল রাজ ‘দামাল’ নিয়ে কী ভাবছেন? বললেন, রাফীর সঙ্গে আমার ‘পরাণ’ খুব দারুণ হয়েছে। দামালের গল্পের প্লটটাও দুর্দান্ত। আমি মুন্না চরিত্রে অভিনয় করেছি। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক। এ সিনেমার জন্য দীর্ঘদিন রিহার্সেল করে নিজেকে প্রস্তুত করেছি। ট্রেলারে বিশেষ করে আমার বাইসাইকেল কিক দেখে মানুষ পছন্দ করেছেন। মনে হচ্ছে দিনশেষে একটি ভালো প্রজেক্টের সঙ্গে আছি।
রাজ বলেন, রাফীর পরাণটা যেমন ভালো গেছে দামালটাও সাফল্য পাবে বলে আমার বিশ্বাস। কারণ এই সিনেমার সঙ্গে আমাদের দেশের আবেগ জড়িত। আমি যে কাজটি করি চরিত্রটা ঠিকভাবে করি। আমার প্রতিটি কাজই আমার স্টেটমেন্ট। শিল্পী হিসেবে আমার কাজের ক্ষুধা প্রচুর। চ্যালেঞ্জ নিয়ে কাজের জন্য মুখিয়ে থাকি। নতুন কোনো ছবি এলে আগে দেখি গল্প ও চরিত্র কী! তাই আমি সবসময় চরিত্রটা হয়ে উঠতে আপ্রাণ চেষ্টা করি।
চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘দামাল’-এর ট্রেলার প্রকাশের পর হইচই পড়ে যায় সিনেমাপ্রেমীদের মাঝে। নেটদুনিয়ায় চলতে থাকে চর্চা। মাত্র দুই মিনিটের ট্রেলার নিয়ে পুরো সিনেমা নিয়ে দর্শকের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা যায়, নিকট অতীতে অন্য কোনো ট্রেলার প্রকাশের পর দেখা যায়নি।
১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা গল্পে ‘দামাল’ নির্মিত হয়েছে। ‘পোড়ামন ২’, ‘পরাণ’-খ্যাত আলোচিত নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দামাল’। এটি হতে যাচ্ছে তার বানানো এখন পর্যন্ত শ্রেষ্ঠ সিনেমা।
তারকায় ভরপুর ‘দামাল’র যৌথ চিত্রনাট্য করেছেন লেখক নাজিম উদ দৌলা এবং রায়হান রাফী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।
গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। সিনেমা দেখে সেন্সর বোর্ডের সদস্যরা মুগ্ধ হন।







