গত বছরটা ছিল শাহরুখের বছর। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’র মতো তিনটি ব্যবসা সফল ছবি ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ। এবছর শাহরুখের কোন কোন সিনেমা আসছে তা এখনও জানা যায়নি। ভক্তদের মনে প্রশ্ন, গত বছরের মতো এবারও কি ‘হ্যাটট্রিক’ করবেন শাহরুখ?
পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেতা। ফিরেছেন সেখান থেকে। শাহরুখের কাছের এক সূত্র জানিয়েছেন, বছরের প্রথম মাসেই শাহরুখের নতুন তিনটি সিনেমার ঘোষণা আসতে পারে।
সূত্র বলেন, ‘ইন্ডাস্ট্রির সবাই অপেক্ষা করছেন শাহরুখের পরের পদক্ষেপ জানার জন্য। তিনি চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করছেন না। তার হাতে কিছু স্ক্রিপ্ট আছে। ছুটি কাটিয়ে ফিরে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা তার। তিনি কী করতে চান সেটা নিয়ে বসবেন এবং ভেবে সিদ্ধান্ত নেবেন। তবে একটি বিষয় নিশ্চিত যে তিনি ২০১৪-এর প্রথম মাসে তিনটি ছবির ঘোষণা দেবেন এবং সেগুলোর কাজ শুরু করবেন। তিনি নতুন কিছু করতে চান এবং দর্শকদের চমকে দিতে চান।’
গত বছরের শুরুতে শাহরুখ ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। সিদ্ধার্থ আনন্দের সিনেমাটি দিয়ে চার বছর পর রাজকীয় প্রত্যাবর্তন হয় অভিনেতার। এরপর ‘জওয়ান’, আর বছরের শেষে ‘ডানকি’র মতো হিট ছবি তার ঝুলিতে। এক বছরে তিন হিট দিয়ে শাহরুখ বুঝিয়ে দিলেন বলিউডের ‘কিং খান’ এখনো সিংহাসন ছাড়েননি।
সূত্র: হিন্দুস্তান টাইমস







