তিন সপ্তাহ আগে ১১ ছবি দিয়ে ঈদ উদযাপন করেছিল সিনেমাপ্রেমীরা। ঈদের ছবির রেশ কিছুটা কমেছে। এ কারণে চতুর্থ সপ্তাহে এসে মুক্তি পাওয়া শুরু করেছেন নতুন ছবি।
ঈদের পর শুক্রবার (৩ মে) নতুন দুটি ছবি মুক্তি পেল, একটি শ্যামা কাব্য ও অন্যটি ডেডবডি। এই দুটি দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ৪০ সিনেমা হলে মুক্তি পেয়েছে।
সরকারি অনুদান নিয়ে ‘শ্যামা কাব্য’ নির্মাণ করেছেন বদরুল আনাম সৌদ। ডিপ্রেশন কাটাতে একদল টুরিস্টের সঙ্গে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। তবে তার মূল পরিকল্পনা- সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। কিন্তু ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়।
আজাদের জীবনে নতুন মোড় আসে। প্রাচীন এক অভিশাপের সঙ্গে জড়িয়ে যায় সে। এমনই মনস্তাত্ত্বিক এক গল্পের আবহে নির্মিত হয়েছে ‘শ্যামা কাব্য’। সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এই ছবির মুখ্য চরিত্রে আছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল এই ছবি। ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ‘বঙ্গ’। এর বিভিন্ন চরিত্রে আরও থাকছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, সুভাশিষ ভৌমিক, মীর রাব্বি, এ কে আজাদ সেতু প্রমুখ।
আরেক ছবি এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ গেল রোজার ঈদেই ছবিটি মুক্তির কথা ছিল। সেই মোতাবেক নেমেছিলেন প্রচারণায়তেও।
তবে হল না পাওয়ায় শেষ সময়ে মুক্তি পিছিয়ে যায়। তখন পরিচালক বলেছিলেন, ঈদের পর ১০০ হলে তিনি তার ছবি মুক্তি দেবেন। কিন্তু মুক্তির দিন জানা গেল ৩১টির মতো হলে অবশেষে মুক্তি পাচ্ছে ভৌতিক ধাঁচের এ ছবি।
যেখানে অভিনয় করেছেন ওমর সানী, রোশান, শ্যামল মাওলা, অন্বেষা, রাশেদ অপু প্রমুখ। পরিচালক এমডি ইকবাল একাধিকবার আত্মবিশ্বাস নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, ‘ডেডবডি’ যদি দর্শক পছন্দ না করেন, তবে তিনি আর ছবি কোনোদিন ছবি বানাবেন না।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/05/Picsart_24-05-03_13-41-02-430-750x536.jpg)







