হামাস এবং ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিত্র দেশ ইসরায়েল সফর করেছেন। এর পরদিনই ইসরায়েল সফরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এসময় ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে হামাসের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সাথে আলাদা বৈঠক করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
গাজা সীমান্ত দিয়ে ফিলিস্তিনিদের জন্য শর্তসাপেক্ষে ২০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত প্রায় তিন হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলি নিহত হয়েছে প্রায় এক হাজার ৪০০ জন।







