২০২৪ সালের প্রায় শেষ! আর বছরের শেষে জুটি হয়ে ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ নামে নতুন নাটকের মাধ্যমে দর্শকদের সামনে এলেন এ সময়ের জনপ্রিয় জুটি অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এই নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব থেকে ১০দিনে ৫৪ লাখের বেশি দর্শক দেখেছেন। এখনও এই নাটকটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের ১৭-তে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন।
এ নাটকটি দেখে হাজারো দর্শক মন্তব্য করেছেন ইউটিউবের কমেন্ট বক্সে। তারা ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’কে বছরের অন্যতম সেরা নাটক বলছেন। মোফাজ্জেল নামে একজন লিখেছেন, খুবই মনোমুগ্ধকর একটা নাটক। বছরের শেষ সময়ে এসে ইয়াশ-তটিনীর এমন সুন্দর নাটক দেখতে পারব ভাবিনি। অসংখ্য ধন্যবাদ জানাই ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের পরিচালক রাজ এবং তার পুরো টিম সদস্যদের।
আল আমীন নামে একজন লিখেছেন, পরিচালকটাকে সেলুট জানাই। এমন নাটক হচ্ছে বলে এখনও বাংলাদেশের নাটক আমরা প্রবাসীরা গর্ব করে দেখি। এছাড়া হাজারও দর্শক কেউ কেউ মন্তব্যে লিখেছেন, হৃদয় ছুঁয়ে যাওয়া নাটক এটি, বেশীরভাগ বলেছেন, অসাধারণ নাটক এটি।
‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ নাটকটি রয়েছে শিল্পী আরফিন রুমির ‘তোমার চুলে’ শিরোনামের একটি গান। দর্শকদের মতে, এ গানটি নাটকটি অন্যরকম আবেদন বাড়িয়েছে। জনি হকের লেখা এ গানের সুর সংগীত করেছেন আরফিন রুমি নিজেই। আলাদাভাবে গানটি ইউটিউব থেকে সাড়ে চারলাখের বেশি দর্শক দেখেছেন। শত শত মন্তব্যে তারা বলেছেন, আরফিন রুমির ক্যারিয়ারের শুরুর দিকের গানের স্বাদ পাচ্ছেন।
গীতিকার জনি হক বলেন, আরফিন রুমি তার ক্যারিয়ারের শুরুর দিকে দর্শকদের মাঝে নিজস্ব স্টাইলে ক্রেজ তৈরি করেছিলেন। ‘তোমার চুলে’ গানের মাধ্যমে আগের সেই রুমি হিসেবে যেন দর্শক খুঁজে পান, সেই ভাবনা ছিল। এ কারণে এ গানের কথার মধ্যে শব্দ চয়ন করা সেভাবেই।










