টি-টুয়েন্টি বিশ্বকাপ ভালো যাচ্ছে না পাকিস্তানের। টানা দুই ম্যাচ হারায় বাদ পড়ার শঙ্কায় দলটি। ভরাডুবিতে অধিনায়ক বাবর আজমের দিকে আঙুল তুলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। জানিয়েছেন বিশ্বকাপের পরেই মুখ খুলবেন।
আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ থাকলেও ব্যর্থ হয় দলটি। সুপার এইটে খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছে বাবর আজমদের।
নিউইয়র্কে ভারতের বিপক্ষে ব্যর্থতার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাবরকে দায়ী করেছেন আফ্রিদি। সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘একজন অধিনায়ক দলের সবাইকে একসূত্রে বাধতে পারে। আবার সে দলের পরিবেশ নষ্টও করতে পারে। বিশ্বকাপ শেষ হোক। খোলাখুলিভাবেই সব বলব।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর অধিনায়কত্ব পরিবর্তন হয়েছিল পাকিস্তানের। বাবরকে সরিয়ে নতুন দুজনকে তিন ফরম্যাটের নেতৃত্বভার তুলে দিয়েছিল পিসিবি। টি-টুয়েন্টি আর্মব্যান্ড পরার দায়িত্ব পান শাহিন শাহ আফ্রিদি। তবে স্থায়ী হয়নি সেটি। মাত্র এক সিরিজ পরই ফের বাবরের হাতে নেতৃত্বভার দেয়া হয়। তখনও চটেছিলেন শহিদ আফ্রিদি।
সম্পর্কে জামাই-শ্বশুর শাহিন শাহ আফ্রিদি ও শহিদ আফ্রিদি। সে কারণে কোনো কথা তুললেই বিপত্তিতে পড়তে হয় সিনিয়র আফ্রিদিকে। বিষয়টি নিয়েও কথা বলেছেন, ‘শাহিনের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। ওর সম্পর্কে কিছু বললেই সবাই বলে আমি নিজের জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলছি।’









