আফ্রিকা কাপ অব নেশনসে মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মরক্কো। তাতেই টানা ১৯ জয়ের বিশ্বরেকর্ড থামল মরক্কানদের। তবে এখনও ২২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে আফ্রিকার দেশটি। মরক্কোর রেকর্ড ভঙ্গের দিন মাঠে বসে খেলা দেখেছেন ফ্রান্সের অধিনায়ক কাইলিয়ান এমবাপে।
২০২৩ আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোতে সাউথ আফ্রিকার কাছে সর্বশেষ ২-০ গোলে হেরে আসটির থেকে বিদায় নিতে হয়েছিল মরক্কোর। এরপর আর একটি ম্যাচও হারেনি দলটি। টানা ১৯ ম্যাচে জয়ের পাশাপাশি, ড্র সহ টানা ২২ ম্যাচ অপরাজিত আছে মরক্কো।
এদিন আশরাফ হাকিমির দাওয়াতে মাঠে মরক্কোর খেলা উপভোগ করতে এসেছিলেন ফরাসি তারকা এমবাপে। ইন্টার মিলান ছেড়ে ২০২১ সালে হাকিমি যখন পিএসজিতে যোগ দেন তখন এমবাপে ছিলেন তার পিএসজির সতীর্থ। হাকিমি ফরাসি ভাষা না জানলেও এমবাপে কিছুটা স্প্যানিশ পারতেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুবাদে হাকিমির স্প্যানিশ জানা ছিল। ভাষার সেই সমস্যার সমাধানে একজন আরেক জনকে সাহয্য করেন। সেথেকে দুইজনের বন্ধুত্ব আজও।
মরক্কোর রাবাতের প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ৪৫ মিনিটে শেষে যোগ করা সময় মরক্কোর হয়ে গোল করেন ব্রাহিম দিয়াস। ৬৪ মিনিটে লাসিন সিনায়কো মালিকে সমতায় ফেরান। পেনাল্টির সিদ্ধান্তই আসে ভিএআর থেকে।









