তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও আফগানিস্তানের কাছে হারল জিম্বাবুয়ে। এ ম্যাচেও আফগান বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেননি স্বাগতিক ব্যাটাররা। জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী দলটি।
হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে পারে। লক্ষ্য তাড়ায় নেমে ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে আফগানরা, ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৯ রানে পৌঁছায়।
ওপেনিংয়ে ১৫ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন ব্রায়ান বেনেট। সিকান্দার রাজা করেন ৩২ বলে ৩৭ রান। টনি মুনিয়োঙ্গা করেন ১২ বলে ১৯ রান। ব্রেড ইভান্স করেন ৮ বলে ১২ রান।
আফগান বোলারদের মধ্যে রশিদ খান নেন ৩ উইকেট। মুজিব উর রহমান এবং আব্দুল্লাহ আহমেদজাই নেন ২টি করে উইকেট। ফরিদ খান এবং মোহাম্মদ নবি নেন ১টি করে উইকেট।
জবাবে আফগান ওপেনিং জুটিতে আসে কেবল ২৩ রান। রাহমানুল্লাহ গুরবাজ করেন ১২ বলে ১৬ রান। দারুইস রাসুলি করেন ২০ বলে ১৭ রান। ইব্রাহিম জাদরান ৫১ বলে অপরাজিত থাকেন ৫৭ রানে এবং আজমাতুল্লাহ ওমরজাই ১৩ বলে অপরাজিত থাকেন ২৫ রানে।
জিম্বাবুয়ের হয়ে ব্রেড ইভান্স নেন ২টি উইকেট এবং ওয়েলিংটন মাসাকাদজা নেন একটি উইকেট।









