প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ অর্জন করেছে আফগানিস্তান। আসরের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। নেতৃত্বে নিয়মিত অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী।
তবে দলে বড় চমকের নাম স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার। মুজিব উর রহমানের সুযোগ না হওয়ায় দলে ঢুকেছেন কৈশোর না পেরোনো গজনফার। ফিট হয়ে দলে ফিরেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। জায়গা হয়নি অভিজ্ঞ পেসার নাভিন উল হকেরও।
ইমার্জিং এশিয়া কাপে শিরোপার পাশাপাশি সর্বোচ্চ রান করা সিদ্দিকউল্লাহ আতাল দুর্দান্ত পারফরম্যান্স করে দলে জায়গা পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন তিনি।
আরেক স্পিনার নূর আহমেদকে রাখা হয়েছে। ১৯ বর্ষী ডানহাতি পেসার নাভিদ জাদরান ফজলহক ফারুকীর সঙ্গে পেস আক্রমণে থাকবেন। রিজার্ভ হিসেবে থাকছেন তিনজন।
আফগানিস্তান দল: হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সিদ্দিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলি খিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফার, নূর আহমদ, ফজলহক ফারুকী, ফরিদ মালিক, নাভিদ জাদরান।
রিজার্ভ: দারভিশ রাসুলি, নাঙ্গোলিয়া খারোতে, বিলাল সামি।









