বিয়ে করেছেন আফগানিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক রশিদ খান। পরিবার থেকে শুধু তিনি একা বিয়ে করেননি, একইদিনে বিয়ে করেছেন তার তিন ভাইও। আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ ও তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান শুভ কাজ সারেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের জাতীয় দল সতীর্থরা। হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। একটি ভিডিওতে অস্ত্র হাতে তালেবানদেরকেও দেখা গেছে পাহারা দিতে। গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান। ছিল ব্যাপক খাওয়া-দাওয়ার আয়োজন।
Historical Night 🌉
Kabul is hosting the wedding ceremony of the prominent Afghan cricket star and our CAPTAIN 🧢 Rashid Khan 👑 🇦🇫 @rashidkhan_19
Rashid Khan 👑 and his three brother got married at same day.
Wishing him a and his thee brother happy and healthy life ahead! pic.twitter.com/YOMuyfMMXP
— Afghan Atalan 🇦🇫 (@AfghanAtalan1) October 3, 2024
বিয়ে উপলক্ষে পুরো হোটেলে আলোকসজ্জা করা হয়। দৃষ্টিনন্দন করে সাজানো হয় চারদিক। রশিদ এবং বাকি পাত্রদের দেখা গেছে আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরতে। মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নূর ইসলামদের দেখা গেছে ছবিতে। তবে ২৬ বর্ষী তারকার কনেকে দেখা যায়নি বা তার নাম-পরিচয়ও জানানো হয়নি।









