আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর। দুই দিন খেলার সময় পার হয়ে গেলেও একটি বলও মাঠে গড়ায়নি ম্যাচের। ভারতের গ্রেটার নয়ডায় মাঠের বাজে অবস্থা এবং আবহাওয়ার কারণে এমনটা হয়েছে।
সোমবার সকাল সাড়ে নয়টায় টস হওয়ার কথা ছিল। সেটা আধা ঘণ্টা এগিয়ে নয়টায় আনা হয়। তবে ৮:৫৫ মিনিটে ঘোষণা করা হয় খেলার মত পরিবেশ নেই যে কারণে দুপুর ১২ টায় মাঠ পর্যবেক্ষণ করা হবে।
ওই বার্তায় বলা হয়, ‘রোববার সন্ধ্যা ৬টা থেকে টানা ৯০ মিনিটের বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের এক পর্যায়ে আউটফিল্ড সম্পূর্ণভাবে ছেড়ে দেয় এবং সম্পূর্ণভাবে প্লাবিত হয়।’
মাঠকর্মীরা কিছু ইলেকট্রিক ফ্যান দিয়ে কয়েকটি ভেজা পিচ শুকানোর চেষ্টা করে। অনুশীলন পিচের ঘাস নিয়ে ৩০ গজের ভেতর প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছিল। এরপর রোদ উঠার পরও মাঠ না শুকালে বিকাল ৩ টায় আবার পর্যবেক্ষণের সময় দেয়া হয়।
দ্বিতীয় দিনও একই অবস্থা থাকার কারণে টস ছাড়াই খেলা বন্ধ ঘোষণা করা হয়।









