আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের পাশাপাশি ছিল দুটি টেস্ট। তবে দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে সিরিজটির আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসের বরাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। অবশ্য কবে নাগাদ সিরিজটি আয়োজন করা হতে পারে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ক্রিকবাজকে জালাল ইউনুস বলেছেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে গড়াতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। চলতি বছর ১২টি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এরইমধ্যে ৪টি টেস্ট কমে গেছে। এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট খেলার কথা ছিল। কদিন আগেই স্থগিত করেছে দুই দেশের বোর্ড। এবার আফগানদের বিপক্ষেও দুটি টেস্ট স্থগিত হয়েছে। ফলে চলতি বছরে ৮টি টেস্ট খেলা হবে টাইগারদের।
টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে দুটি টেস্টের সঙ্গে ৩টি টি-টুয়েন্টি রয়েছে টাইগারদের। অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আরও দুটি লাল বলের ম্যাচ খেলবে বাংলাদেশ।
এরপর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সঙ্গে দুটি টেস্ট খেলবে। সব মিলিয়ে ব্যস্ততম সময় পার করবে নাজমুল হোসেন শান্তর দল।







