যুদ্ধ বিরতি ঘোষণার পরপরই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ক্রিকেটারসহ প্রাণ হারান ছয়জন। এই ঘটনার উত্তাপ ছড়িয়েছে ক্রিকেটেও। নভেম্বরে পাকিস্তানে হতে চলা ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান।
টি-টুয়েন্টি সংস্করণের ত্রিদেশীয় সিরিজটিতে পাকিস্তান-আফগানিস্তান ছাড়াও শ্রীলঙ্কার অংশ নেয়ার কথা। গত সেপ্টেম্বরে এই সিরিজ আয়োজনের ঘোষনা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৭-২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে হওয়ার কথা ত্রিদেশীয় এই সিরিজ।
শনিবার এক্সে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, ‘পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানি বিমান হামলায় স্থানীয় তিনজন ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আফগানিস্তানের ক্রীড়া কমিউনিটিতে শোক নেমে এসেছে। ভুক্তভোগীদের স্মরণেই ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।’
এর আগেও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছে আফগানিস্তান। তবে এসিবির এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো কোনো মন্তব্য করেনি।









