Site icon চ্যানেল আই অনলাইন

টাইগার কোচকে ভাবাচ্ছে আফগানদের বোলিং

টেস্ট সিরিজে আফগানিস্তানকে রেকর্ড রানের ব্যবধানে হারালেও সীমিত ওভারের ক্রিকেটে লড়াইটা যে সহজ হবে না, সেটি মানছেন টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ভিন্ন সংস্করণে কঠিন লড়াইয়ের জন্য অবশ্য প্রস্তুত বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি।

অধিনায়ক তামিম ইকবাল শুরুর ম্যাচটা খেলতে পারবেন কিনা সেটি ছেড়ে দেয়া হয়েছে বিসিবির মেডিকেল টিমের গ্রিন সিগন্যালের উপর, জানিয়েছেন কোচ। টাইগার ওপেনার দুদিন অনুশীলন করলেও আছেন পর্যবেক্ষণে।

হালকা চোট আছে আফগান অধিনায়ক রশিদ খানেরও। দুজনই একমাত্র টেস্টের সিরিজে ছিলেন না।

ফরম্যাট বদলেছে, শক্তি বেড়েছে আফগানদের। রশিদের সঙ্গে স্পিনে আছেন মুজিব-নবী। পেস আক্রমণে ফারুকি এক আতঙ্কের নাম। গুরবাজ, জাজাই, শেহজাদদের নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী।

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সোমবার আফগানদের শক্তির জায়গা তুলে ধরলেন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে, ‘এভাবে জিততে (টেস্টের মতো আধিপত্য দেখিয়ে) অবশ্যই পছন্দ করি। তবে ফরম্যাট এবার ভিন্ন, সঙ্গে দুই দলের স্কোয়াডও। আফগানদের বোলিং অনেক শক্তিশালী। শুরুর চার ব্যাটারও খুব পরিপক্ব।’

Exit mobile version