আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙল অবশেষে। দলীয় সংগ্রহ আড়াইশ পেরিয়ে যাওয়ার পর সাকিব আল হাসানের ডেলিভারিতে এলবিডব্লিউ হন রাহমানউল্লাহ গুরবাজ। ১৪৫ রানে থামেন ডানহাতি ওপেনার। ১২৫ বলে ১৩ চার ও ৮ ছয়ে দেড়শ কাছে গিয়ে থামেন তিনি।
আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ ইনিংস খেলেন গুরবাজ। ইব্রাহিম জাদরানের সঙ্গে যেকোনো উইকেটে আফগানদের সর্বোচ্চ ২৫৬ রানের জুটি গড়েন।
সেঞ্চুরির পথে হাঁটছেন ইব্রাহিমও। প্রথম উইকেট হারানোর পর আফগানিস্তান দ্বিতীয় উইকেট হারিয়েছে খুব দ্রুত। ২ রান করে ইবাদত হোসেনের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রহমত শাহ।
এ প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ৩৮ ওভারে ২ উইকেটে ২৬৩ রান। ইব্রাহিম ৮৩ ও অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী ১ রানে অপরাজিত আছেন।







