টানা শুটিংয়ে শেষ হল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুনাফিক’ এর শুটিং। ইভান মল্লিক পরিচালিত এই সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন চিত্রনায়ক আফফান মিতুল এবং নবাগতা শারমিন শীতল। কাকতালীয়ভাবে মিতুল ও শীতল দুইজনই ‘মুনাফিক’ সিনেমায় স্বনামে অভিনয় করেছেন!
সিনেমায় অভিনয় করেছেন দুজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। একজন কাজী হায়াত এবং অন্যজন ‘প্রেম পিয়াসী’ খ্যাত আরেক নির্মাতা রেজা হাসমত। এছাড়াও অভিনয় করেছেন মামুন খান, জারা, সাইফ খান, কেয়া, জ্যাকি আলমগীর, উত্তম অধিকারী, আইরিন অধিকারী, সীমান্ত এবং ইভান মল্লিকসহ আরো অনেকেই।
সিনেমার গল্পে দেখা যাবে- শীতল ভালোবাসে মিতুলকে। এদিকে শীতলের বাবা কাজী হায়াত অন্যত্র বিয়ে ঠিক করায় শীতল নিজ মায়ের সহযোগিতায় মিতুলের সাথে পালিয়ে তাকে বিয়ে করে। একসময় মিতুল ও শীতল ঘটনাক্রমে এক মুনাফিকের কবলে পড়ে। তখন ঘটনা অন্যদিকে মোড় নেয়। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির গল্প।
‘মুনাফিক’ প্রসঙ্গে আফফান মিতুল বলেন,‘এর আগে আমি ১৪টি সিনেমায় অভিনয় করলেও এই মুনাফিক সিনেমার মাধ্যমে দর্শক আমাকে অ্যাকশন হিরো হিসেবেও প্রথমবার দেখতে পাবেন।’








