এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাইয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ‘এ’ গ্রুপের লড়াইয়ে সিরিয়ার কাছে ৪-০ গোলে পরাজয় দেখতে হয়েছে কোচ মারুফুল হকের শিষ্যদের।
ভিয়েতনামে উদ্বোধনী ম্যাচে সিরিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোল হজম করতে হয় আশরাফুলদের। ম্যাচের চতুর্থ মিনিটেই সিরিয়াকে এগিয়ে নেন আনাস দাহান। রাইট উইং থেকে আনাসকে বল বাড়িয়ে দেন কাওয়া ইসা। ডি বক্সে বল পেয়ে জালে জড়ান। ১২ মিনিটে দ্বিতীয় গোল হজম করে লাল-সবুজের দল। ইসার ক্রস থেকে হেডে গোল করেন ইয়োশা কানজ। গোলের শোধের চেষ্টা করেছিল বাংলাদেশ। তবে ব্যর্থ হয়ে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।
বিরতি থেকে ফিরে ভালোই লড়াই করেছিল বাংলাদেশ। তবে নিখুত ফিনিশিংয়ের অভাবে গোল আদায়ে ব্যর্থ হতে হয়েছে। ৭১ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় সিরিয়া। হাশিম আল হাম্মামির পাস থেকে গোল করেন ওয়াসিম দুখান। ৭৭ মিনিটে ডি বক্স ঘেষে ইসাকে ফাউল করেন শাকিল তপু। বাঁ পাশ থেকে ফ্রি কিক নেন ইসা। বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল মাহিন প্রতিহত করার চেষ্টা করেন। তার হাতে লেগেই বল জড়ায় জালে। পরে ৪-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
সোমবার নিজেদের বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে গুয়ামের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় গড়াবে লড়াই।









