এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসের। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ম্যাচটি টাইব্রেকারে যায়। আল-আইনের কাছে ৩-১ ব্যবধানে হেরে বসে সৌদি প্রো লিগের ক্লাবটি।
কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে সোমবার রাতে গড়ায় শেষ আটের দ্বিতীয় লেগের লড়াই। নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-২ গোলে আল নাসের এগিয়ে থাকলেও খেলাটি অতিরিক্ত সময়ে যায়। কারণ প্রথম লেগের ম্যাচে আল-আইন ১-০ গোলে জিতেছিল। দুই লেগ মিলিয়ে তখন ব্যবধান ছিল ৩-৩। অতিরিক্ত সময়ে দুই দলই গোলের দেখা পেলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩, দুই লেগ মিলিয়ে ৪-৪ হওয়ায় টাইব্রেকারে নির্ধারিত হয় খেলার ফল।
২৮ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে বাঁ-পায়ের শটে আল-আইনকে এগিয়ে দেন সুফিয়ান রাহিমি। ৪৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটির হয়ে রাহিমি আবারো লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির আগ মুহূর্তে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল নাসেরের হয়ে ব্যবধান কমান আব্দুলরহমান ঘারীব।
ম্যাচের ৫১ মিনিটে নিজেদের জালে বল জড়ান খালিদ ঈসা, সমতায় ফেরে আল নাসের। বাঁ-পায়ের ফ্রি কিকে ৭২ মিনিটে আল নাসেরকে লিড পাইয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স টেলস।
অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পর ১০৩ মিনিটে সুলতান আল শামসির নিশানাভেদে আল-আইন এগিয়ে যায়। এরপর গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে তিন গজ দূর থেকে শট নিলেও বল জালে জড়াতে পারেননি রোনালদো। যদিও ১১৮ মিনিটে স্পট কিক থেকে পর্তুগিজ মহাতারকা গোল পাওয়ায় খেলাটি টাইব্রেকারে যায়।
রোনালদো নিজে টাইব্রেকারে বল জালে জড়াতে পারলেও ব্যর্থ হন মার্সেলো ব্রোজোভিচ, অ্যালেক্স টেলস এবং ওটাভিও। আল-আইনের ফুটবলাররা ৩ শটে লক্ষ্যভেদ করায় সেমিফাইনালের টিকিট কাটে।







