২০২৬ সালে হবে এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ ফুটবল। আসরের জন্য গ্রুপ ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে।
এইচ গ্রুপে বাংলাদেশের সাথে আছে কোরিয়া রিপাবলিক (সাউথ কোরিয়া), লাওস এবং তিমুর। আসরে একটি কনফেডারেশন থেকে মোট ১২ দল অংশ নেবে। ২০২৬ সালের ১-১৮ এপ্রিল পর্যন্ত বসবে আসরটি।
এবার মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ হবে থাইল্যান্ডে। আসরে থাকবে না কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেরা চারে থাকা দলগুলো ২০২৬ সালে পোল্যান্ডে হতে চলা অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তার আগে ২০২৫ সালের আগস্টে হবে বাছাইপর্ব।









