এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচের আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।
৯ অক্টোবর রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি সমর্থকদের চোখের নাগালে নিয়ে আসছে আইস্ক্রিন।
ম্যাচ খেলতে সোমবার সকালে ঢাকায় পা রেখে টিম হোটেলে দলের সাথে যোগ দিয়ে বিকেলে অনুশীলন করেছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ দল অনুশীলন করছে দ্বিতীয় সপ্তাহের মতো। কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন আশার কথা। মঙ্গলবার ঢাকায় পা রেখেছে হংকং দলও।
এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘সি’র বাকি দল সিঙ্গাপুর ও ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং। টেবিলের তলানির দল ভারত।
বাংলাদেশ এ সপ্তাহে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে খেলে ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে দেশটির মাটিতে নামবে। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে আবারও ঘরের মাঠে নামবে লাল-সবুজের দল।








