থাইল্যান্ডে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচই হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কোন সুবিধা করতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশের মেয়েদের রীতিমতো গোল বন্যায় ভাসাল থাইল্যান্ডের মেয়েরা। স্বাগতিকদের কাছে ৫-১ গোলে হেরেছে আফঈদা খন্দকারের দল।
ছালেম ফ্রা কিয়াত স্পোর্টস সেন্টারে থাইল্যান্ডের হয়ে দুটি করে গোল করেছেন ম্যাডিসন জেট ক্যাস্টেইন এবং চিরাফোন মাংখালদি। একটি গোল করেছেন সিওলাক পেনংগাম। বাংলাদেশের হয়ে একমাত্র গোল করেছেন শামসুন্নাহার। আগের ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৩ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ৯-০ গোলে হার দেখেছিল বাংলাদেশের মেয়েরা। দীর্ঘ একযুগ পর থাইল্যান্ডের মুখোমুখি হয়ে পরপর দুবার হার দেখতে হল।
ম্যাচের ১২ মিনিটে সিওলাক পেনংগামের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিরাফোন মাংখালদি। ২৯ মিনিটে ব্যবধান কমিয়ে আনেন শামসুন্নাহার। ৩৪ মিনিটে জালের দেখা পান থাইল্যান্ডের ম্যাডিসন জেট। ৩-১ গোলে বিরতিতে যায় দু দল।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে থাইল্যান্ডের হয়ে চতুর্থ গোল করেন ম্যাডিসন জেট। ম্যাচের ৫৯ মিনিটে বাংলাদেশের ডি-বক্সের ভিতরে কোহাতি কিসকু ফাউল করলে পেনাল্টি পায় থাইল্যান্ড। সেখানে থেকে থাইল্যান্ডের হয়ে পঞ্চম এবং নিজদের দ্বিতীয় গোল করেন জিরাফোন মাংখালদি।









