ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে অংশ নিতে চলেছে কুরাসাও। আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে ২০২৬ ফুটবলযজ্ঞের আসরে খেলা নিশ্চিত করেছে দেশটি। তাদের ইতিহাসের সঙ্গে রেকর্ডে নাম লিখিয়েছেন কোচ ডিক অ্যাডভোকাটও।
বিশ্বকাপের মতো মঞ্চে কুরাসাওয়ের টিকিটি নিশ্চিতে অসামান্য অবদান রেখেছেন অ্যাডভোকাট। তিনি সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে ২০২৬ বিশ্বকাপে থাকবেন দেশটির ডাগআউটে। ৭৮ বর্ষী কোচ বিশ্বমঞ্চে অংশ নিতে চলা সব দেশের কোচদের মধ্যে বয়োজ্যেষ্ঠ।
ব্লু ওয়েভ খ্যাত কুরাসাও বাছাইয়ে শেষদিনে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করে। ১২ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষে তারা।
এর আগে ২০১০ বিশ্বকাপে ৭১ বছর বয়সে গ্রিসকে বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন অটো রেহেগাল। তার রেকর্ড ভাঙবেন কুরাসাও কোচ। ডাচ সাবেক অ্যাডভোকাট আগে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইরাক, সাউথ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতেরও কোচ ছিলেন।








