ফেনীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। এসময় তিনি ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না বলে মন্তব্য করেন।
শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, মাঠ পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ হচ্ছে কিনা, অসঙ্গতি আছে কিনা; যদি থাকে সেটাকে ঠিক করে দেওয়ার জন্য এবং প্রত্যেকে যেন ত্রাণ সামগ্রী পায়। বন্যাজনিত কারণে যে সকল সমস্যা হচ্ছে, সেগুলো জানার জন্য এখানে এসেছি। কি করলে এটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, সেগুলো ভুক্তভোগী ও স্থানীয়দের থেকে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সম্পর্কে তিনি বলেন, ছোট কোনো প্রজেক্ট না, এটা অনেক বড় প্রজেক্ট। এটা করার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে সব এ ক্লাস হতে হবে। কারণ বারবার এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করা যাবে না। দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এ অঞ্চলের স্থায়ী সমস্যার সমাধানে ৭ হাজার ৩৪০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বানভাসিদের মধ্যে অনেকেই উপদেষ্টার কাছে পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ার অভিযোগ করেন। তাদের ক্ষোভের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এ সময় তিনি উপস্থিত ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসারকে আশ্রয় কেন্দ্রে আসা লোকজন ত্রাণ পাননি বলে অভিযোগের বিষয় জানতে চান।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোস্তাফিজুর রহমান, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফাহ্রিয়া ইসলাম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।









