অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, প্রবাসীদের বিভিন্ন সেবা পেতে যেন কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে এসব বলেন তিনি।
উপদেষ্টা আসিফ বলেন, জুলাই-আগস্টে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমাদের প্রবাসী ভাই বোনেরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, দেশ ও সরকার গঠনে প্রবাসীরা যেন মতামত দিতে পারেন, নিজ নিজ জায়গা থেকে ভোট দিতে পারেন সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য নির্বাচন সংস্কার কমিশনকে আহবান জানাচ্ছি।









