প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বুঝেনা। তারা ট্যাক্স-ভ্যাট বাড়িয়েছে। আপনি তাদেরকে হয় নসিহত করেন, নয় বিদায় করেন।
সোমবার ১৭ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে বিএনপি’র এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী ডিসেম্বর মাসের আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি বলেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে শীঘ্রই জাতির সামনে নির্বাচনের রোডম্যাপ দিন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি আরও বলেছেন, হাসিনা ও তার দোসররা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এদেশের প্রশাসনে, আমলাতন্ত্রে, বিচার বিভাগে, পুলিশ বিভাগে লুকিয়ে থাকা হাসিনার দোসররা দেশে এখনও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে পরিগণিত হয়েছে। আওয়ামী লীগ ও হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোন নির্বাচন মেনে নেয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই।









