ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যাওয়া মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
এই ধারাবাহিক ব্যবস্থার অংশ হিসেবে আজ ৩০ মে শুক্রবার বিক্রি হবে আগামী ৯ জুন তারিখের আন্তঃনগর ট্রেনের টিকিট। রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে শুরু হবে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে।
অন্যদিকে, পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে, ফলে কাউন্টার থেকে টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পরবর্তী ৭ দিনের ফিরতি যাত্রার টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী:
- ১০ জুনের টিকিট বিক্রি: ৩১ মে
- ১১ জুনের টিকিট বিক্রি: ১ জুন
- ১২ জুনের টিকিট বিক্রি: ২ জুন
- ১৩ জুনের টিকিট বিক্রি: ৩ জুন
- ১৪ জুনের টিকিট বিক্রি: ৪ জুন
- ১৫ জুনের টিকিট বিক্রি: ৫ জুন
বিশেষ এই ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কেনার ক্ষেত্রে প্রত্যেক সহযাত্রীর নাম টিকিট কাটার সময় নির্ধারিতভাবে উল্লেখ করতে হবে।









