আমেরিকান এয়ারলাইন্সের নামে রাখা বিড়ালছানা দত্তক নিলেই বিনামূল্যে ফ্লাইট ভাউচার দেওয়া হবে বলে জানিয়েছে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স।
গত সপ্তাহে টুইটের মাধ্যমে তারা জানায়, ডেল্টা ও স্পিরিট নামের দুটি বিড়ালছানাকে দত্তক নেয়া লোকদের প্রত্যেককে দুটি করে ফ্লাইট ভাউচার দেওয়া হবে এবং ফ্রন্টিয়ারকে গ্রহণকারী ব্যক্তিকে দেয়া হবে চারটি ভাউচার।
লাস ভেগাসের এনিম্যাল ফাউন্ডেশন সম্প্রতি তিনটি বিড়ালছানাকে ডেল্টা, স্পিরিট এবং ফ্রন্টিয়ার নামে স্বাগত জানায়। যাদের বয়স বর্তমানে এক থেকে দুই সপ্তাহের কাছাকাছি।
ফ্রন্টিয়ারের মুখপাত্র জেনিফার দে লা ক্রুজ নিউইয়র্ক পোস্টকে জানান, বিড়ালছানাগুলো এখনও দত্তক নেয়ার জন্য কিছুটা কম বয়সী। তবে এক মাসের মধ্যে দত্তক নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা যায়।







