জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগভুক্ত ‘সি ১’ ইউনিটের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৩ জুন) শুরু হয়ে রবিবার (২৫ জুন) পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ছেলেদের চার শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়।
এর আগে গত ১৮ই জুন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন বা ‘আইবিএ-জেইউ’ ইউনিট, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগভুক্ত ‘সি ১’ ইউনিট, কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিট; ১৯ জুন সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট; ২০ জুন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিট এবং ২১ শে জুন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ (ছাত্রী) ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। তবে ‘সি ১’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ২৩ জুন শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলবে।
ইতোমধ্যে আইবিএ-জেইউ, সি, সি ১, বি, ই, এ, এবং ডি (ছাত্রী) ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে বি ইউনিটের ফলাফলে শিফট বৈষম্যের অভিযোগ উঠেছে।
‘বি’ ইউনিটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মেধা তালিকায় ছাত্রদের প্রথম শিফট থেকে মাত্র ৫৭ জন ও দ্বিতীয় শিফট থেকে ১৩৬ জন এবং ছাত্রীদের প্রথম শিফট থেকে মাত্র ২২ জন ও দ্বিতীয় শিফট থেকে ১৭১ জন স্থান পেয়েছে।
বিশ্ববিদ্যালয়টিতে একই ইউনিটের পরীক্ষা একাধিক শিফটে নেওয়ায় শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন হচ্ছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। তাদের দাবি, একক প্রশ্নপত্রে পরীক্ষা না নেওয়া ও শিফটভিত্তিক আলাদা ফল না দেওয়ায় প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে।
শিফট বৈষম্যের বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, শিফট পদ্ধতিতে বৈষম্য তৈরি হয়। আমরা শিফট পদ্ধতি থেকে বের হতে চেয়েছি। কিন্তু একাডেমিক কাউন্সিলে অনেক শিক্ষক এই সিদ্ধান্তের বিরোধিতা করায় আমরা তা বাস্তবায়ন করতে পারিনি।
সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, শিফট পদ্ধতি বাতিল করে এক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া, গতবছরের ২রা আগস্ট বিশ্ববিদ্যালয়টি থেকে শিফট পদ্ধতি বাতিলের দাবিতে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শোভন রায় ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার তানভীর নেওয়াজ নামে দুই ভর্তিচ্ছু শিক্ষার্থী।







