ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে অতিরিক্ত ৬ হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ ও ব্যাটালিয়ন পুলিশ।
পুলিশ সূত্র জানায়, জানাজা ও দাফন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে মোতায়েন পুলিশ সদস্যদের সঙ্গে রয়েছে অত্যাধুনিক বডি অন ক্যামেরা।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এসব বডি অন ক্যামেরার মাধ্যমে ডিএমপি কন্ট্রোল রুম থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি আরও জানায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।









