ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আদানির এফপিও প্রত্যাহার হতেই পারে। তাতে ভারতের শেয়ার বাজারের ভাবমূর্তিতে কোনো প্রভাব পড়বে না। এর পাশাপাশি তিনি জানান, সরকারের নিয়ন্ত্রকরা স্বাধীনভাবে এই বিষয়টি দেখছেন।
শনিবার মুম্বাইতে ২০২৩-২৪ অর্থবছরে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই বিষয়ে মুখ খোলেন অর্থমন্ত্রী। হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
নির্মলা সীতারামন বলেন, ‘এই প্রথম কোনো এফপিও ফিরিয়ে নেওয়া হলো, এমনটা কিন্তু নয়।’
আদানি গ্রুপে বিনিয়োগ করা এলআইসি’র পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এলআইসি নিজেরাই কোম্পানিটির (আদানি) সাথে তাদের সর্ম্পক ও পরিস্থিতি বিষয়ে বিবৃতিতে জানিয়েছে। তাতে বলা হয়, আদানি গোষ্ঠীতে তাদের মোট সম্পদের ১%-এরও কম বিনিয়োগকৃত আছে। সেটি এখনও লাভজনক অঙ্কেই রয়েছে।’
বুধবার আদানি এন্টারপ্রাইজেস তাদের ফলোঅন পাবলিক অফার (FPO) প্রত্যাহার করে। সম্পূর্ণ সাবস্ক্রাইব হওয়া সত্ত্বেও, বাজার পরিস্থিতির কারণে এফপিও বাতিল করা হয়। এর মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা ছিল আদানি এন্টারপ্রাইজেসের।
এই বিষয়ে ইউটিউবে ব্যাখা দেন খোদ চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার তিনি জানান, শেয়ারের বর্তমান অবস্থায় এই এফপিও নিয়ে যাওয়াটা নৈতিকভাবে সঠিক হতো না। তাই বিনিয়োগকারীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গের গবেষণা প্রতিবেদন প্রকাশের পরে গত ১০ দিনে মোট ১১ হাজার ৮০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৯ লক্ষ ৭৩ হাজার ৪০১ কোটি টাকা) হারিয়েছে গৌতম আদানির মালিকাধীন আদানি গোষ্ঠী। সব মিলিয়ে গত এক সপ্তাহে আদানিদের ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া।







