বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ যত ঘনিয়ে আসছে, দুঃসংবাদ বাড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘরে। গত কয়েকদিনে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় হারিয়েছে দলটি। শুরু হয়েছিল রাইট উইঙ্গার নিকোলাস গঞ্জালেসকে দিয়ে, পরের দুই ম্যাচের জন্য তাকে পাবে না আলবিসেলেস্তেরা। সঙ্গে যোগ হয় পাওলো দিবালার নাম। চোটের তালিকায় শেষ নাম মার্কোস আকুনা।
রোববার তালিকায় যোগ হয়েছে ফরোয়ার্ড পাওলো দিবালার নাম। সোমবার তালিকা আরও বড় হয়েছে, লেফট ব্যাক মার্কোস আকুনার চোটের খবর এলো। তাদের পাওয়া যাবে না বাছাইপর্বের আসছে দুই ম্যাচে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানাচ্ছে এমন খবর।
মার্কোস আকুনা বাম হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। রিভারপ্লেটের হয়ে প্লান্তেসের বিপক্ষে খেলার সময় চোট লাগে তার। পরিবর্তে ১৯ বর্ষী জুলিও সোলারকে ডাকা হয়েছে। ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে খেলবেন সোলার।
শনিবার ক্লাব এএস রোমার সাথে অনুশীলন করছিলেন দিবালা। এ সময় মাংসপেশীতে টান লাগে তার। ফলে ক্লাব ফুটবলে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ডাক পাওয়ার পরও যোগ দেয়া হচ্ছে না তার।
এর আগে ডাক পেয়ে চোটে পড়েন নিকোলাস গঞ্জালেস। লেইপজিগের বিপক্ষে জুভেন্টাসের ৩-২তে জয়ের ম্যাচের ১০ মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেছিলেন ২৬ বর্ষী ফরোয়ার্ড। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেয়ার পর তাকে তুলে নেন কোচ।
আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।









