ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ বৈশালী টক্কর ‘আত্মহত্যা’ করেছেন। ১৫ অক্টোবর অভিনেত্রীর নিজ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেই সময় পাওয়া যায় একটি সুইসাইড নোট। যে সুইসাইড নোটে প্রাক্তন প্রেমিকের নামে ছিলো গুরুতর অভিযোগ।
বুধবার সেই প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বৈশালীকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রেমিক রাহুলকে গ্রেপ্তার করে ইন্দোর পুলিশ। অভিনেত্রীর আত্মহত্যার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে দাবি পুলিশের।
ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাহুলের বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আগেই মামলা দায়ের করা হয়েছিল। ওই অভিযোগ ওঠার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে বুধবার তাকে ইন্দোর থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
রাহুলের পাশাপাশি তার স্ত্রী দিশার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকেই রাহুলের নাম প্রকাশ্যে আসে। তিনি একজন ব্যবসায়ী। তার সঙ্গে বৈশালীর একসময় প্রেমের সম্পর্ক ছিল। সেই নোটেই ছিলো গুরুতর অভিযোগ।
অভিনেত্রীর পরিবার জানিয়েছেন, কারও সঙ্গে বৈশালীর বিয়ে ঠিক হলেই তাকে মানসিকভাবে হেনস্তা করতেন রাহুল। বৈশালীকে জড়িয়ে নানা গুজব ছড়াতেন রাহুল। বিভিন্ন সময় পাত্রপক্ষকে বৈশালীর ছবি ও ভিডিও পাঠাতেন। এসব বিষয়ে মারাত্মক হতাশ হয়ে পড়েন বৈশালী।
স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’ দিয়ে টিভি পর্দায় অভিষেক ঘটে বৈশালীর। এরপর বেশকিছু দর্শকপ্রিয় শো’তে কাজ করে নজর কাড়েন তিনি।







