অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার মেয়ে অভিনেত্রী প্রসূন আজাদ।
বিষয়টি নিশ্চিত করে শনিবার (১৯ জুলাই) ফেসবুকে একটি পোস্ট দেন প্রসূন। তিনি লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’
প্রসূন আজাদ জানান, তার বাবা মালিবাগের বাসা থেকে বের হয়েছিলেন। পরিবারের ধারণা ছিল তিনি নিচে চা খেতে নেমেছেন বা আশপাশেই কোথাও গেছেন, কিন্তু এরপর আর ফেরেননি। সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
প্রসূন আজাদের বাবা নিখোঁজের খবরটি নিজেদের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা রওনক হাসান, মৌসুমী হামিদ,কাজী নওশাবা আহমেদ, নিমার্তা চয়নিকা চৌধুরী, সংগীতশিল্পী আহমেদ হাসান সানীসহ শোবিজের বহু মানুষ।
প্রসূন জানান, তার বাবার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন, এরপর থেকেই তাকে বাড়তি সতর্কতা দিয়ে চলতে হতো। তিনি আরও জানান, ‘আমার আব্বু এমন কেউ নন যে রাস্তা ভুলে যাবে। তার স্মৃতি শক্তি খুবই ভালো, ৫০ বছর আগের কথাও স্পষ্ট মনে থাকে।’
প্রসূনের মা শাহানা বেগমও একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের বিষয়টি থানায় জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রসূন আজাদ ২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন। এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। সর্বশেষ তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালে।









