আরো একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন ‘বসগিরি’ খ্যাত চিত্রনায়িকা শবনম বুবলী। এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘আব্বাস’ ছবি দিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা সাইফ চন্দনের নতুন ছবিতে।
সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবির নাম ‘কয়লা’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক সাইফ চন্দন এবং চিত্রনায়িকা বুবলী।
ছবিতে বুবলীকে চুক্তিবদ্ধ করে উচ্ছ্বসিত সাইফ চন্দন জানিয়েছেন, ‘ছবির গল্প ও চরিত্র শুনে ‘কয়লা’র প্রতি যে আগ্রহ দেখিয়েছেন বুবলী, তাতে আমি সন্তুষ্ট। আশা করছি ভালোভাবেই কাজটি হবে।

তিনি বলেন, কয়লা’তে নতুনভাবে বুবলীকে দেখবে দর্শক, এতোটুকু গ্যারান্টি দিলাম। তিনি জানান, ছবিতে নায়ক কে থাকছেন- তা খুব শিগগিরই চূড়ান্ত করা হবে।
সাইফ চন্দনের কথার সূত্র ধরে বুবলী বলেন, ‘আসলেই আমি এক্সাইটেড চরিত্রটা নিয়ে। একেবারেই নতুন ধরনের চরিত্র আমার জন্যে।’
প্রযোজনা প্রতিষ্ঠান সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খুব শিগগির ‘কয়লা’র শুটিং শুরু হবে।







