টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পুরো দেশের মানুষ। সামাজিক মাধ্যমে অনেকেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। তাদের মধ্যে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশও।
সামাজিক মাধ্যম ফেসবুকে পলাশ শেয়ার করেছেন ফেনী পাঠানো এক ভক্তের মেসেজ। এক অপরিচিত মানুষ। ফেনী থেকে তার আর্তনাদের কথা জানালো। বললো খাবার লাগবে না। ত্রাণ লাগবে না। কেবল ডুবে যেতে ভয়! যে যেভাবে যাচ্ছেন আশা করি এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। মানুষকে উদ্ধার করাটাই এখন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি কতিপয় পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।









