বৃহস্পতিবার (১২ জুন) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বেশকিছু ছবি ও একটি ভিডিও ক্লিপ! যেখানে দেখা যাচ্ছে, দেশের জনপ্রিয় মঞ্চ, টেলিভিশন ও সিনেমা অভিনেতা সমু চৌধুরী একটি গাছের নিচে শুয়ে আছেন! ছবিগুলোর সঙ্গে থাকা বিবরণ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে!
বিভিন্ন ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, সমু চৌধুরী মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং এখন মাজারের আশপাশে ঘোরাফেরা করছেন। অনেকেই ওই ছবি শেয়ার করে তার আত্মীয়স্বজন ও সহকর্মীদের কাছে সাহায্যের আবেদন জানান। বলা হয়, “এই গুণী অভিনেতাকে সহায়তা করুন, যেন তিনি সুস্থভাবে তার প্রিয়জনদের কাছে ফিরে যেতে পারেন।”
সমু চৌধুরী একজন প্রতিষ্ঠিত অভিনেতা, যিনি এখনও নাটক ও সিনেমায় কাজ করে চলেছেন। এবারের ঈদেও তার অভিনীত কয়েকটি নাটক টেলিভিশনে প্রচারিত হয়েছে। ফলে, হঠাৎ করে এমন দৃশ্য ভাইরাল হওয়ায় অনেকেই বিস্মিত ও শঙ্কিত! আবার অনেকে মনে করেছেন, হয়তো কোনো নাটকের দৃশ্য মজা করে ভাইরাল করে দিয়েছেন!
তবে বিষয়টির সত্যতা স্বীকার করেছে বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘ। একটি আনুষ্ঠানিক বার্তা দিয়ে সবাইকে আশ্বস্ত করে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু বলেন-“সমু চৌধুরী আমাদের প্রিয় সমুদা এখন আমাদের তত্ত্বাবধানে আছেন। ছবি ভাইরাল হওয়ার পর পরই আমরা তার খোঁজ নিই এবং তাকে কাছের একটি নিরাপদ স্থানে নিয়ে যাই। তার মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ করছি।”
এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সমু চৌধুরীর জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। অভিনয়শিল্পী সংঘের দ্রুত পদক্ষেপ এবং সহযোগিতামূলক মনোভাব প্রশংসিত হচ্ছে। তবে অভিনেতা সমু চৌধুরীর সাথে কী হয়েছে- এটা জানতে সবাই উদগ্রীব হয়ে আছেন।
এ বিষয়ে অপু গণমাধ্যমকে বলেছেন, সমুদা কিছুটা অসুস্থ। আমরা গফরগাঁও উপজেলার পাগলা থানার সহায়তা চেয়েছি। থানায় নিয়ে এলে আমরা ঢাকা থেকে ওনাকে আনার জন্য গাড়ি পাঠাব, এরপর ঢাকায় এলে বাকি ঘটনা জানতে পারব।









