জনপ্রিয় তামিল কমেডিয়ান ও অভিনেতা রোবো শঙ্কর আর নেই। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর!
অভিনেতার আকস্মিক মৃত্যু দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন কমল হাসান, ধানুশ, বিজয়, কার্তি ও সিমরনসহ অসংখ্য তারকা অভিনয়শিল্পী ও নির্মাতা।
কয়েক বছর আগে জন্ডিস থেকে সেরে উঠেছিলেন রোবো শঙ্কর। এরপর থেকেই নানা জল্পনা ছিল, কেউ বলছিলেন জন্ডিসের জটিলতার কারণেই মৃত্যু হয়েছে, আবার কেউ দাবি করেন শুটিং সেটে হার্ট অ্যাটাকের পর তিনি অচেতন হয়ে পড়েন।
তবে ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, রোবো শঙ্করের মৃত্যু হয়েছে তীব্র গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণ ও পেটের জটিল অসুখজনিত বহু অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে।
হাসপাতালের বিবৃতিতে বলা হয়,“মি. রোবো শঙ্করকে ১৬ সেপ্টেম্বর চেন্নাইয়ের পেরুঙ্গুড়ির জেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তখন মারাত্মক গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্লিড ও পেটের জটিল অসুখজনিত বহু অঙ্গ বিকল অবস্থায় ছিলেন। আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার অবস্থা দ্রুত অবনতি ঘটে। অবশেষে ১৮ সেপ্টেম্বর রাত ৯টা ০৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।”
রোবো শঙ্কর কে ছিলেন?
রোবো শঙ্করের আসল নাম ছিল শুধু শঙ্কর। গ্রামের মেলায় রোবো ডান্স পরিবেশনের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান এবং এরপর থেকেই তার নামের আগে যুক্ত হয় ‘রোবো’। তিনি বহু জনপ্রিয় তামিল সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত মারি, মারি ২, পুলি, কোবরা ভীষণ জনপ্রিয়। তার সর্বশেষ ছবি ‘সোত্তা সোত্তা নানাইয়ুধ ‘ মুক্তি পেয়েছিল গত আগস্টে। এনডিটিভি









