প্রাক্তন প্রেমিকাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে হলিউড অভিনেতা নিক প্যাসকেলের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিনেতা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তাকে মার্কিন-মেক্সিকো সীমান্ত বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়।
‘হাউ আই মেট ইওর মার্ডার’ খ্যাত এই অভিনেতার প্রাক্তন রেমিকা অ্যালি হলিউডের একজন মেকআপ আর্টিস্ট। লস অ্যাঞ্জেলসের ডিসট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে প্যাসকেলের বিরুদ্ধে হত্যা চেষ্টা, আবাসিক ভবনে অনুপ্রবেশ এবং সঙ্গীকে আঘাত করে আহত করার অভিযোগ তোলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্যাসকেলের সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।
২৩ মে প্রাক্তন প্রেমিকার ক্যালিফোর্নিয়ার বাড়িতে ভোর সাড়ে চারটে নাগাদ অনুপ্রবেশ করেছিলেন নিক প্যাসকেল। এরপর ঘুমন্ত অবস্থায় রেমিকা অ্যালির ঘাড়, বাহু এবং পেটে বিশ বার ছুরিকাঘাত করেন অভিনেতা। মেকাপ আর্টিস্ট এর বান্ধবী ক্রিস্টেন হোয়াইট তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। তিনি এখন আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন।
তার চিকিৎসা খরচ যোগানোর জন্য তার বন্ধু এমিলি ম্যাকডোনাল্ড এবং জেড ডর্নঅফ ‘গোফান্ডমি’ অ্যাকাউন্ট খুলেছেন। সেরে উঠতে আরও বহুদিন লাগবে বলে জানা যায়। প্রয়োজন হবে বেশ কয়েকটি অস্ত্রোপচারের।
ফল, ব্যবিলন, রেবেল মুন, ফ্যামিলি সুইচসহ একাধিক প্রজেক্টে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন অ্যালি।
সূত্র: পিঙ্কভিলা









