বলিউডে আবারো দুঃসংবাদ! মারা গেছেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। তাকে রাখা হয়েছিল আইসিইউতেও। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
শুক্রবার গভীর রাতেই দিল্লিতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার আচমকা মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড তারকারা৷
মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও। মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার অভিনীত ‘সন অফ সর্দার’ ছবির সহ-অভিনেতা বিধু দাড়া সিং। তাঁর আক্ষেপ, “মুকুল নিজেকে বড় পর্দায় দেখে যেতে পারল না।”
বলিউড মাধ্যম সূত্রে খবর, একাকীত্বে ভুগছিলেন অভিনেতা। বিধু জানিয়েছেন, বাবা-মায়ের মৃত্যুর পর, মুকুল নিজেকে গুটিয়ে ফেলেছিল। এমনকী ঘর থেকে বেরোতে বা কারও সাথে দেখা করতেও যেত না। গত কয়েকদিন ধরে ওর স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়। মুকুলের ভাই (রাহুল দেব) এবং ওর পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা। অসাধারণ একজন মানুষ ছিল মুকুল এবং আমরা সবাই ওকে খুব মিস করব।”
মুকুলের বন্ধু তথা অভিনেত্রী দীপশিখা নাগপালও ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেছেন। দীপশিখার আক্ষেপ, “মুকুল কখনও ওঁর শরীর-স্বাস্থ্য নিয়ে আমাদের কারও সঙ্গে কথা বলেনি। হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে প্রায়শই কথা হত ওঁর সঙ্গে। তার পর”সকালে এই খবর শুনে ঘুম থেকে উঠলাম। ও আর কখনও আমাদের ফোন ধরবে না।”
সিনেমা-সিরিয়ালে একাধিকবার খলচরিত্রে নজর কেড়েছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তার। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালায়ালি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিতেো অভিনয় করেছেন তিনি। যেই তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। সব ক’টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।









