কালো পোশাকে রিক্সা চালাচ্ছেন বাপ্পী চৌধুরী। পিছনে বসে আছেন রিক্সাচালক, দুজনের মুখে হাসি। সোমবার সন্ধ্যায় এমন দুটি ছবি নিজের ফ্যান পেজে পোস্ট করেছেন নায়ক বাপ্পী চৌধুরী।
নায়ক বলে অহম নয়, বরং ভালোবাসা প্রকাশ করে সাধারণ মানুষদের জন্য এ কাজটি করেছেন তিনি।
ছবি পোস্ট করে বাপ্পী লিখেছেন, ‘সকলের কাছে অনুরোধ মানুষকে সম্মান করুন। প্রত্যেকেই সম্মান পাওয়ার যোগ্য। আপনি যেই হন না কেন যে পেশাই থাকুন না কেন অন্য কেউ তার পেশায় সৎ থাকলে তাকে যথাযথ সম্মান দেওয়া উচিত। আমি সবসময় আমার অবস্থান থেকে মানুষকে সম্মান করি।’
রিক্সাচালকের সঙ্গে ছবি পোস্ট করে নায়ক বাপ্পী আরও লিখেছেন, কিছুদিন আগে একজন পরিচালক আমাকে বলেছিল, বাপ্পী তোমার সিনেমার দর্শক রিক্সাচালক ,গার্মেন্টসকর্মী, নিম্নশ্রেণীর। আমাদের সাথে কাজ করতে হলে তোমাকে আরো উচ্চ শ্রেণীর হতে হবে।
ওই পরিচালকের এমন মন্তব্য কিছুটা ব্যথিত হয়েছিলেন বাপ্পী। তিনি আরও লেখেন, এই নিম্নশ্রেণীর মানুষগুলো আমাকে ভালোবাসা দিয়েছে। তারা আমাকে আজকে বাপ্পী চৌধুরী বানিয়েছে। সবসময় আমি অন্তর থেকে এসব রিক্সাচালক, গার্মেন্টসকর্মী ও নিম্নশ্রেণীর মানুষদের প্রতি ভালোবাসা জানাই। একদিন তুমিও আমাকে নিয়ে গর্ব করবে। সবার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা।
মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে বাপ্পী বলেন, অনেকেই আছেন যারা অতি সাধারণ দর্শকদের মুখে মুখে ছোট করেন কিন্তু সিনেমা মুক্তি পেলে হলে গিয়ে ঠিক এই দর্শকদের খোঁজেন, তাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দেন। আমি কখনও এসব অতি সাধারণ দর্শকদের ছোট করি না। কারণ, নির্দিষ্ট কোনো ক্লাস দর্শক দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না। ফেসবুকে আওয়াজ না, সত্যিকারে সিনেমা হিট করাতে হলে সবশ্রেণীর দর্শকদের লাগবে।
বাপ্পী বলেন, আমি আমার পোস্টে ঠিক এটাই বোঝাতে চেয়েছি। আমি যেটা শুরু থেকে দেখে এসেছি, আমার এসব দর্শকরা ফেসবুক চালায় না। কিন্তু তারা ঠিকই হলে গিয়ে সিনেমা দেখে। সেই ‘ভালোবাসার রঙ’ থেকে সর্বশেষ প্রমাণ গেল বছর মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদা ২’। আমি বিশ্বাস করি, একদিন এই মানুষগুলো আমাকে নিয়ে গর্ব করবে। সেই দিন আর বেশী দূরে নয়।
বাপ্পী অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘জয় বাংলা’। কাজী হায়াত পরিচালিত ছবিটি মুক্তি পায় গেল বিজয় দিবসে। মুক্তির অপেক্ষায় আছে ৫৭০, শত্রু, ‘কুস্তিগির, ডেঞ্জারজোন।







