কেউ যদি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য এসপিদের নির্দেশ দিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন: নিষিদ্ধ সংগঠনের কোন কার্যক্রম ঢাকা রেঞ্জ এরিয়াতে চলবে না।
রোববার (১১ মে) সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন ডিআইজি।
রেজাউল করিম মল্লিক বলেন: বিগত সময়ে উচ্চাভিলাসী অপেশাদার কিছু কর্মকর্তা পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এখনও যদি কোন পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায় সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।
ডিআইজি বলেন: থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা করে তুলতে হবে। অপরাধী বা অধিনস্থ পুলিশের কোন অপরাধ হলে, তা সরাসরি শুনে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।
এসময় তিনি বলেন: ‘টক টু ডিআইজি’ নামে একটা মোবাইল অ্যাপ চালু করবেন তারা, এ অ্যাপসের মাধ্যমে যেকোন তথ্যে দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে, গোপন থাকবে তথ্যদাতার নাম।
যেকোন ধরণের চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও যেকোন সন্ত্রাসী কর্মাকাণ্ড কঠোর হস্তে দমন করার ঘোষণাও দেন ঢাকা রেঞ্জ ডিআইজি।









