ভারতের মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে একটি ফাঁকা ট্রেনে এক মাঝবয়সি মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি শনিবার রাতে ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে অভিযুক্ত কুলিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ট্রেন ভ্রমণে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন অনেকে।
আনন্দবাজার জানিয়েছে, ওই মহিলা এবং তার সন্তান দূরপাল্লার একটি ট্রেনে করে বান্দ্রা স্টেশনে পৌঁছান। স্টেশনে নামার পর মহিলা প্ল্যাটফর্মের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা ট্রেনে ওঠেন।
অভিযোগ রয়েছে, ওই ফাঁকা কামরায় উপস্থিত এক কুলি মহিলাকে ধর্ষণ করে। ঘটনাস্থলে কেবল অভিযুক্ত কুলিই উপস্থিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ধর্ষণের পর অভিযুক্ত কুলি সেখান থেকে পালিয়ে যান।
পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ অভিযুক্ত কুলিকে শনাক্ত করে গ্রেফতার করে। তবে মহিলার সন্তান ঘটনাকালে কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
এছাড়া মহিলা কেন ফাঁকা ট্রেনে উঠেছিলেন, সে বিষয়েও পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার কারণ ও পরিপ্রেক্ষিত নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।









